শেরপুরের নালিতাবাড়ীতে ৫ দিনব্যাপী ফেব্রিক্স কাটিং ও সেলাই কৌশল প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে পৌরশহরের আড়াই আনী বাজারের জেবা প্লাজায় ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সুলতানা। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক হুমায়ুন মুজিব। এতে প্রশিক্ষণ প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক সাবা নওরিন ও আশরাফিয়া মোর্শেদ।
এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি। এই প্রশিক্ষণে তৃণমূল পর্যায়ের ৩০ জন নারী অংশ গ্রহন করেন।