শেরপুরের নালিতাবাড়ীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপি’র রত্নগর্ভা মা রহিমা ওয়াদুদ এর মৃত্যুতে তার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ মে) সকালে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ও আয়োজনে দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ডাঃ দলিল উদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপি’র রত্নগর্ভা মা মরহুমা রহিমা ওয়াদুদ এর বর্ণাঢ্য জীবনের ইতিহাস ও তার পরিবারের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মঞ্জরুল আহসান এবং প্রচার সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরীসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎসজীবী লীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।