শেরপুরের নালিতাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বুধবার (২৬ মার্চ) প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে নালিতাবাড়ী পৌরশহরের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা। এছাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন, সচেতন নাগরিক কমিটি (সনাক), সরকারি, বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে শহীদ মিনার মুক্তমঞ্চে মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।