শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিশিষ্ট সাংবাদিক প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক মানবজমিন ও দৈনিক তথ্যধারা পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সোহাগ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত কিডনি জটিলতায় চিকিৎসারত অবস্থায় ছিলেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বাদ যোহর পৌর শহরের শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা নামাজ শেষে শাহী কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শেরপুর প্রেসক্লাব ও নালিতাবাড়ী প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।