শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় রয়েল স্টেজ ব্র্যান্ডের ১২ বোতল মদসহ সুজন মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ী অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোররাতে পৌশহরের গড়কান্দা নতুন বাস স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজন ওই মহল্লার আফজাল মিয়ার ছেলে। বিকেলে সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, নালিতাবাড়ী শহরের গড়কান্দা মহল্লায় শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে সুজন মিয়া তার নিজস্ব অটোবাইকে করে ভারতীয় মদ নিয়ে অটোবাইকের হেডলাইট বন্ধ করে চালিয়ে আসছিল। এসময় পৌরশহরের টহলরত পুলিশের সন্দেহ হলে সুজনকে চ্যালেঞ্জ করে তার অটোবাইক তল্লাসী করা হয়। তল্লাসীকালে সুজনের অটোবাইক থেকে ব্যাগভর্তি ১২ বোতল ভারতীয় রয়েল স্টেজ মদ জব্দ করা হয়। পরে অটোবাইক ও মদসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার গ্রেফতারকৃত সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।