শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বন্যহাতির তান্ডবে উঠতি আমন ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্কের উত্তরে বুরুঙ্গা কালাপানি গ্রামের ১০ নম্বর মোড় এলাকায় আমন ধান খেতে হাতিরদল তান্ডব চালায়।
গ্রামবাসী জানান, গত কয়েকদিন যাবত ৪০/৫০টি বন্যহাতির পাল দল বেঁধে চলতি আমন ধান খেতে হানা দিচ্ছে। দিনের বেলায় গহীন জঙ্গলে লুকিয়ে থাকলেও বিকেল বেলায় খাদ্যের সন্ধানে চলে আসে আমন ধান খেতে। উঠতি আমন ধান খেত খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে দিচ্ছে। এতে কৃষকের পড়েছে মাথায় হাত। রবিবার সন্ধ্যায় উপজেলার বুরুঙ্গা কালাপানি এলাকার ফসলের মাঠে নেমে এসে হাতির দল কৃষক আব্বাস আলী, দাবাকা সাংমা, পতিশন সাংমা ও হানিফ মিয়ার উঠতি আমন ধান খেয়ে ও পা দিয়ে পিষ্ট করে নষ্ট করে দেয়। এসময় কৃষকরা ফসল বাঁচাতে ও হাতি তাড়াতে ডাকচিৎকার করেও ব্যর্থ হন।
ক্ষতিগ্রস্থ কৃষক আব্বাস আলী বলেন, আমার দেড় একর জমির ধান হাতিরপাল খেয়ে শেষ করে দিয়েছে। হাতিরা এখন মধুটিলা ইকোপার্ক এলাকায় অবস্থান করছে। তারা রাতের যে কোন সময় আবাদী ফসলের মাঠে হানা দিতে পারে। এজন্য আমরা দুশ্চিন্তায় আছি।
এ ব্যাপারে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেষ্ট রেঞ্জকর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থ কৃষকরা বন বিভাগের নির্ধারিত ফরমে আবেদন করলে তারা সরকারীভাবে ফসলের ক্ষতিপুরন পাবেন। এছাড়া বন বিভাগ কৃষকের ফসল বাঁচাতে তৎপর রয়েছে বলেও তিনি জানান।