তৃণমুল থেকে জাতীয় পর্যায়ে খেলোয়ার গড়ে তোলার লক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে সামিউল হক স্পোর্টস একাডেমির উদ্যোগে ফুটবল দলের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার আমিন রানা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাতিত্ব করেন ওই স্পোর্টস একাডেমির চেয়ারম্যান মোঃ সামিউল হক। এসময় প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিকেএসপির ফুটবল খেলোয়ার ও বিকেএসপি ফুটবল এসোসিয়েশনের স্বাস্থ্য সম্পাদক শিবলী সাদিক বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামিউল হক স্পোর্টস একাডেমির উপদেষ্ট এমএ. হাকাম হীরা, সিনিয়র সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, এএফসি-সি এর সার্টিফিকেট প্রাপ্ত ফুটবল কোচ ও এই প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক সাধন বসাক, নালিতাবাড়ীর কৃতি ফুটবলার ও উপদেষ্টা অসীম দত্ত হাবুল, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম ও যুগ্ম আহবায়ক দুর্জয় হাসান শাকিল প্রমুখ।
এবার সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে এই প্রশিক্ষণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ ১১ জন কিশোরী এবং ৮৫ জন কিশোর ফুটবল প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেছেন।