শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ জন জুয়াড়িকে আটক করেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নন্নী ইউনিয়নের কাচিমৌ গ্রামের জনৈক সুরুজ আলীর আবাদী পতিত জমিতে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন জুয়াড়ি দৌড়ে পালিয়ে যায়।
আটককৃতরা হলো- জালাল উদ্দিন (৬৬), রুমান মিয়া (১৯), হযরত আলী (৩২), মমিজল হক (৩৫), মোঃ সোহেল (২২), নবী হোসেন (১৯) ও জালাল উদ্দিন (৪৫)। তারা উপজেলার নন্নী ইউনিয়নের বনকুড়া কাচিমৌ এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া বলেন, আটক ৭ আসামী ও ঘটনাস্থল থেকে পলাতক আসামিসহ মোট ১৪ জনের বিরুদ্ধে জুয়া আইনে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। একইসাথে শনিবার বিকেলে আটক ৭ জনকে শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে।