শেরপুরের নালিতাবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে এক ইয়াবা সেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজার সংলগ্ন আন্ধারুপাড়া গ্রামে এ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ইয়াবা সেবনের অপরাধে ফারুক আহম্মেদকে (৩৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত ফারুক ওই গ্রামের ফজর আলীর পুত্র। এতে দন্ডাদেশ প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রে খৃষ্টফার হিমেল রিছিল।
এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিদর্শক এনামুল হক ও নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম প্রমুখ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রে খৃষ্টফার হিমেল রিছিল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।