শেরপুরের নালিতাবাড়ীতে দ্বিতীয়বারের মতো উপজেলার কৃতি সন্তান ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাবু গোপাল চন্দ্র সরকার কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য মনোনীত হওয়ায় প্রেসক্লাব নালিতাবাড়ীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে ক্লাবের সাধারন সম্পাদক মনিরুল ইসলামের উপস্থাপনায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল।
অনুষ্ঠানে গোপাল চন্দ্র সরকারকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছামুলক বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উর্ধতন পরিষদ কর্মকর্তা এমএ. হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, সাংবাদিক বিপ্লব দে কেটু, মাহফুজুর রহমান সোহাগ, মঞ্জুরুল আহসান, আমিরুল ইসলাম, আব্দুল মোমেন, এম. সুরুজ্জামান, জাফর আহমেদ ও মিজানুর রহমান প্রমুখ। সংবর্ধনা সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।