শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৩ মার্চ) দুপুরে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। পৌরশহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে আলোচনা সভা শেষে লাল পতাকা নিয়ে এক বর্ণাঢ্য মিছিলে অংশ নেন দলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
নালিতাবাড়ী উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযুদ্ধা তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ছমির উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শেরপুর জেলার সাধারণ সম্পাদক আবু আহাম্মেদ খান বাবুল, সদস্য দেবনাথ চন্দ, সদর উপজেলার সভাপতি সোলায়মান আহাম্মেদ, ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনিছ আহাম্মেদ ও নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ১৯৪৮ সালের ৬ মার্চ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার পর থেকে এদেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে সামিল থেকেছে অবিরাম। পাকিস্তান আমলে ২৪ বছর নিষিদ্ধ থাকার পরেও কমিউনিস্ট পার্টি কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করেছে। স্বাধীনতার পরেও বারবার এ দলের উপর আঘাত এসেছে। ৯০ এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনেও কমিউনিস্ট পার্টি গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রেখেছে।