শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এসএসসি ব্যাচ-২০১২ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার সরকারি নাজমুল স্মৃতি কলেজ প্রাঙ্গণে এসএসসি-২০১২ ব্যাচের শিক্ষার্থীদের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২০১২ বছরটিতে লুকিয়ে আছে অনেক স্মৃতি ও সুখ-দুঃখ গাথা কথা মালা। স্কুল জীবনের দস্যিপনা, হাসি-ঠাট্টা ও না বলা অনেক কথা জড়িয়ে রয়েছে ওই বছরকে ঘিরে। বর্তমানে শিক্ষা জীবন শেষ করে ২০১২ সালের সেই দুরন্ত কিশোরগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফার্মাসিষ্ট, শিক্ষক, সাংবাদিক, সরকারি-বেসরকারি চাকরি ও ব্যবসা সহ বিভিন্ন শ্রেণি পেশায় নিয়োজিত হয়ে সামাজিক ও কর্মক্ষেত্রে অভাবনীয় অবদান রেখে চলেছে।
ইফতারের আগ মুহুর্তে অনুষ্ঠানস্থল সকলের প্রাণবন্ত উপস্থিতিতে ভরে উঠে। দীর্ঘদিন পর সেই চিরচেনা বন্ধুদের পেয়ে একে অপরে কুশল বিনিময়সহ মেতে উঠে পুরোনো দিনের স্মৃতিচারণে। এসময় সবার চোখে-মুখে ফুটে উঠে অনাবিল আনন্দ।
শত ব্যস্ততার মাঝেও স্কুল বন্ধুদের কাছে পেয়ে উপস্থিত সবাই আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়। সবার অংশগ্রহণে হয় ফটোশেসন। এ সময় সকলের পরিবার, সমাজ ও দেশের কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
ইফতার মাহফিলের পাশাপাশি প্রাণের উচ্ছ্বাসে মিলনমেলায় পুরনো দিনের স্মৃতিচারণ করেন এসএসসি ২০১২ ব্যাচের সকল শিক্ষার্থীরা।