শেরপুরের নালিতাবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯৮০ জনের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা আওয়ামী লীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক, ঢাকাস্থ শেরপুর বড়িং এন্ড কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ও পোড়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আজাদ মিয়ার যাকাত ফান্ড থেকে তার আন্ধারুপাড়ার নিজ বাড়িতে এসব বস্ত্র বিতরণ করা হয়।
এতে শ্রমিক নেতা জামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বেগম রৌশন আরা একাডেমির প্রিন্সিপাল এম. সুরুজ্জামান, হাফেজ আবদুল বাছেদ, স্থানীয় কৃষক লীগের সভাপতি আবু সাইদ দেওয়ান, যুব লীগের সভাপতি মুরাদ মিয়া, সমাজসেবক সুলতান আহমেদ ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য জহুরুল হক প্রমুখ।
পরে ৬০০ জনকে একটি করে শাড়ী, ১০০ জনকে একটি করে লুঙ্গি, ২২০জনকে একটি করে শার্ট ও ৬০ জনের মাঝে একটি করে পায়জামা পাঞ্জাবি বিতরণ করা হয়। এসময় এলাকার সুধী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।