নারী রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন নারী রক্তদান সংস্থা শেরপুরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে শহরের নিউমার্কেট বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই মুজিববর্ষ উপলক্ষে জাতির জনক শেখ মুজিবুর রহমান এর সাহসিকতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
নারী রক্তদান সংস্থা শেরপুরের নির্বাহী সভাপতি প্রতিভা নন্দি তিথীর সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা (রেজি) আরিফুর রহমান, উদিচি শেরপুরের সভাপতি সারোয়ার জাহান তপন, সংস্থার উপদেষ্টা এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, সংস্থার ফেলো আবুল কালাম আজাদ, আঁচড়ের পরিচালক সাইফুল আলম শাহীন, সংস্থার উপদেষ্টা এস এম আবু হান্নান, এসডিডি এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী শৈবাল, শুভংকর সাহা, লেকচার পাবলিকেশনের জোনাল ম্যানেজার উজ্জ্বল কুমার ভদ্র, আজকের তারুন্য সংগঠনের সংগঠক রতন প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কাটা হয় এবং একটি আলোচনার মধ্যে ফিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘটে।
নারী রক্তদান সংস্থা শেরপুর ১৫ জন সদস্য নিয়ে গত ৮ সেপ্টেম্বর ২০১৭ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার প্রথম বছরে এই সংস্থার সহযোগিতায় জরুরী প্রয়োজনে ২০০ ব্যাগ রক্ত বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। বর্তমানে সংগঠনটিতে ৩শতাধিক সদস্য স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত রয়েছেন। সম্প্রতি বগুড়া জেলা শহরে নারী রক্তদান সংস্থার আরো একটি শাখা উন্মুক্ত করা হয়েছে। স্বেচ্ছাসেবী এই সংগঠনটির নারী সদস্যরা শেরপুরসহ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জরুরী প্রয়োজনে রক্ত সংগ্রহ ও সরবরাহ এবং পুরুষের পাশাপাশি নারীদের রক্তদানে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছেন।
আরো পড়ুন: শেরপুরে প্রথমবারের মত নারী রক্তদান সংস্থার কার্যক্রম শুরু