নান্দনিক শেরপুর গড়তে সকলের সহযোগিতা কামনা করলেন নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। তিনি আজ দুপুরে জেলা কালেক্টরেট চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই অভিপ্রায় ব্যাক্ত করেন।
এসময় তার সাথে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, প্রেসক্লাবের বিদায়ী সভাপতি শরিফুর রহমান, নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার, বিদায়ী সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুরের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ২৪ জুলাই শেরপুরে যোগদান করেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ছিলেন।