শেরপুরের নালিতাবাড়ীতে পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মুল্য সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৮ এপ্রিল) সকালে উপজেলার টেংড়াখালি বাজার, নন্নী বাজার ও বারোমারি বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।
এ সময় দোকানে মুল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করায় উপজেলার নন্নী বাজারের তিন দোকানীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ও জনকল্যানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।