দেশের বৃহত্তম চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। প্রতি বছর নতুন মুখ নিয়ে হাজির হয় প্রতিষ্ঠানটি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। নতুন নায়ক খুঁজছে জাজ মাল্টিমিডিয়া।
সোমবার (১৩ ডিসেম্বর) জাজ মাল্টিমিডিয়ায় অফিসিয়াল ফেসবুক পেজ এবং প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজের ব্যক্তিগত আইডিতে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
ফেসবুক স্ট্যাটাসে আব্দুল আজিজ লেখেন, ‘অনেকেই সিনেমার নায়ক হওয়ার জন্য আমাকে ম্যাসেঞ্জারে নক দেয়। তাদের বলছি, জাজ নতুন নায়ক খুঁজছে। জাজ মাল্টিমিডিয়ার একটি সিনেমার জন্য নায়ক আবশ্যক।
সোশ্যাল মিডিয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী তরুণের বয়স হতে হবে ২৩ থেকে ২৭ বছরের মধ্যে। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৯ ইঞ্চি। পড়াশোনার ক্ষেত্রে ডিগ্রি পাশ কিংবা অধ্যয়নরত হলেও চলবে। নাগরিকত্ব হতে হবে বাংলাদেশি।
যারা নায়ক হতে ইচ্ছুক, তাদেরকে ইমেইলের মাধ্যমে বিস্তারিত তথ্য thehero.jaaz@gamil.com ঠিকানায় পাঠানোর আহ্বান করেছে জাজ মাল্টিমিডিয়া।
ইমেইলে যেসব তথ্য পাঠাতে হবে-
নাম
জন্মতারিখ
উচ্চতা
ওজন
বৈবাহিক অবস্থা
বর্তমান ঠিকানা
স্থায়ী ঠিকানা
শিক্ষাগত যোগ্যতা
অভিনয় (যদি অভিজ্ঞতা থাকে)
গাড়ি চালানো জানতে হবে
মোবাইল নম্বর
এগুলোর সঙ্গে যুক্ত করতে হবে ১ কপি ফুল ছবি ও একটি ক্লোজ ছবি। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।