শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর্স কোয়াটারে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হাসপাতালের ডক্টর্স কোয়াটারের দ্বিতলা ভবনের ভিতর থেকে হঠাৎ আগুনের ধোয়া বের হওয়া শুরু করে।
এসময় স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টার করে। পরক্ষনেই আগুনের ধোয়ার পরিমান বৃদ্ধি পাওয়ায় সংবাদ পেয়ে নালিতাবাড়ির ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
কোয়াটারটি অরক্ষিত ও বসবাসের অনুপযোগী হওয়ায় ওই কোয়াটারের বৈদ্যুতিক লাইন বেশ কিছুদিন যাবৎ বন্ধ ছিল।
তবে ধুমপায়ীদের সিগারেটের অবশিস্ট অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।