“মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এ স্লোগানে শেরপুরের নকলা থানা পুলিশের উদ্যোগে কোভিট-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে গণসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ মার্চ) নকলা থানা পুলিশের আয়োজনে পৌরশহরের উত্তর বাজার মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল হাসিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান, উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর শাহাব উদ্দিন, এসআই নজরুল ইসলাম খান প্রমুখ।
কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে সহস্রাধিক মাস্ক বিতরণ করা হয়। এসময় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, পুলিশ বিভাগের সদস্য, সাধারণ জনগণ, পথচারী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।