শেরপুরের নকলা ও ঝিনাইগাতী উপজেলার এসিল্যান্ডের অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্নজনের কাছে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে এঘটনায় দুই উপজেলার এসিল্যান্ড অফিস থেকে পৃথক ফেসবুক পোস্টের মাধ্যমে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এক পোস্টের মাধ্যম নকলা এসিল্যান্ড জানান, ‘সহকারী কমিশনার (ভূমি), নকলা, শেরপুরের অফিসিয়াল ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছে। সরকারি ফোন নম্বর ক্লোনকারীকে শনাক্ত করার মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
এদিকে ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার ভূমির অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্নজনের কাছে টাকা চাওয়া হচ্ছে বলে জানা গেছে।
এঘটনায় সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ঝিনাইগাতী উপজেলা এসিল্যান্ড।
পাঠকদের জন্য পোস্টটি হুবুহু তুলে ধরা হলো- ‘সহকারী কমিশনার (ভূমি), ঝিনাইগাতীর অফিসিয়াল ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছে। সকলকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।’