শেরপুরের নকলায় চলাচলে সম্পূর্ণ অনুপযোগী প্রায় এক কিলোমিটার পরিমাণ কাঁচা রাস্তা স্বেচ্ছাসেবীদের নিজস্ব অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে। উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের এক নং ওয়ার্ডের কাজাইকাটা বেপারীবাড়ি পাকা রাস্তা হতে ব্রহ্মপুত্র নদের শাখা মৃগীনদী পর্যন্ত রাস্তাটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়। উপজেলার দেবুয়ারচর সরাকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ আহম্মদ ও বিবিএ সম্পন্ন করা শিক্ষার্থী তরুণ স্বেচ্ছাসেবক হাসান মোত্তাছিম বিল্লাহ শাওনের উদ্যোগে স্থানীয় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবকদের স্বেচ্ছাশ্রমে এ রাস্তা সংস্কার করা হয়।
জানা যায়, কাজাইকাটা বেপারীবাড়িসহ আশেপাশের অনেক কৃষকের অধিকাংশ আবাদী জমি মৃগীনদীর ওপারে। নদীর ওপারে শুধু বেপারীবাড়ির কৃষকদের প্রায় ৩০০ একর আবাদী জমি রয়েছে। এসকল জমির আবাদ এই রাস্তাদিয়ে বাড়িতে নিতে হয়। তাছাড়া এ রাস্তাদিয়ে এলাকার শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, মোয়াজ্জেম, ব্যবসায়ী, চাকুরিজীবীসহ বিভিন্ন পেশাজীবী প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ জন মানুষ পায়ে হেটে বা বিভিন্ন পরিবহণে যাতায়াত করেন। কিন্তু বর্তমানে রাস্তাটির বেহাল অবস্থার কারনে চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এমতাবস্থায় স্থানীয় কিছু তরুণ মিলে স্বেচ্ছাশ্রমে এ রাস্তাটি মেরামত করার উদ্যোগ নেন।