শেরপুরের নকলা উপজেলার একমাত্র অষ্টম শ্রেণিতে উন্নতি করণ পাইলট প্রকল্পাধীন বানেশ্বরদী উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ মঙ্গলবার দিন ব্যাপী ওই বিদ্যালয় মাঠে তা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ফিরুজ। প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ মাজহারুল আনোয়ার মহব্বত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক খন্দকার সামছুল আরেফিন শামীম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সুপার মাওলানা মোঃ শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাফিজুল হক ও বানেশ্বরদী উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খন্দকার নাছিমা বেগম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বানেশ্বরদী উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন, নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আকিলুজ্জামান আপেল, তথ্য উদ্যোক্তা খন্দকার জসিম উদ্দিন মিন্টু, পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মীর মোতালেব হোসেন শিপন, প্রাথমিক শিক্ষক শামছুন নাহার, লুকমানুর রহমান, হাফিজুল হাসান, লুৎফর রহমান লিটন প্রমুখ। আলোচনা সভার পরে নাচ, গান, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, কৌতুক, নাটিকা, যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠিত হয়। বিকালে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন আমন্ত্রীত অতিথিরা। সাংস্কৃতিক দলের সার্বিক তত্বাবধানে ছিলেন নকলা মেহেদী ডাঙ্গা খেলা ঘরের সাংস্কৃতিক দলের সদস্যবৃন্দ।