You dont have javascript enabled! Please download Google Chrome!

নকলায় শীতার্তদের কম্বল ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

শেরপুরের নকলা অসহায় সহায়তা সংস্থার পক্ষ থেকে নকলা পৌরসভার ৭নং ওয়ার্ডের শীতার্ত, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ৭০টি কম্বল বিতরণ ও গত জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ১৫ জন দরিদ্র কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

১৯ জানুয়ারী শুক্রবার পৌরসভাধীন মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদরাসা মাঠে সংস্থাটির সভাপতি শামীম আহমেদ এসব শীত বস্ত্র ও সম্মননা পুরস্কার প্রদান করেন।

এতে প্রধান অতিথি হিসেবে, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, বিশেষ অতিথি হিসেবে, মাদরাসার তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মদ হযরত আলী, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এসএমকামরুল আলম রঞ্জু, রেজাউল করিম রিপন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইমান আলী মাস্টার, সাধারণ সম্পাদক মারফরত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!