You dont have javascript enabled! Please download Google Chrome!

নকলায় শিক্ষকদের অর্থায়নে উপবৃত্তি প্রদান

শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার ইবতেদায়ী  শিক্ষার্থীদের মধ্যে শিক্ষকদের নিজস্ব অর্থায়নে উপবৃত্তি বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে মাদরাসার মিলনায়তনে উপবৃত্তি বিতরণ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মাদসারার সুপার মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা এর সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ফিরুজ, সহকারী শিক্ষক মিজানুর রহমান, মাহবুব হোসাইন রুপম, রেজাউল করিম প্রমুখ। আলোচনা শেষে সরকারি উপবৃত্তি বঞ্চিত বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার ইবতেদায়ী ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে শিক্ষকদের নিজস্ব অর্থায়নে উপবৃত্তি তুলেদেন অতিথিবৃন্দ।

এসময় মাদরাসার অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!