শেরপুর জেলার নকলা উপজেলার একমাত্র শতবর্ষী (১৯১৯ সালে প্রতিষ্ঠিত) চন্দ্রকোনা রাজলক্ষী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চারতলা বিশিষ্ট একাডেমীক ভবনের কাজ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (২২ ডিসেম্বর) এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২২ ডিসেম্বর রোববার ৪তলা ভিত্তি বিশিষ্ট এ ভবনের একটানা ৪তলার কাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজের শুভ সুচনা করা করা হয়। চন্দ্রকোনা ইউপি’র চেয়ারম্যান ও স্কুলটির পরিচালনা পরিষদের সভাপতি সাজু সাঈদ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে ভবন নির্মান কাজ উদ্বোধন করেন। এসময় প্রকৌশলী আবু ইউসুফ ও আবু সাঈদ, চন্দ্রকোনা রাজলক্ষী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী, এলাকার গন্যমান্য ও শিক্ষানুরাগী মহল উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪তলা বিশিষ্ট এই একাডেমীক ভবনের কাজ সম্পন্ন করতে নির্মান ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা। টেন্ডার ও লটারির মাধ্যমে জামালপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান জে.বি এন্টারপ্রাইজ এ ভবন নির্মান কাজটি পেয়েছেন।