শেরপুরের নকলা পৌরসভার ২২ টি মসজিদে ১ টি করে এস এস ষ্টিলের তৈরি লাশবাহী খাট বিতরণ করেছে পৌর কর্তৃপক্ষ।
পৌর এলাকার মৃত লাশ বহনের সুবিধার্থে নকলা পৌরসভা চলতি বছরের সরকারি বরাদ্দ প্রাপ্ত টি আরের টাকা থেকে প্রতিটি ২৫ হাজার টাকা ব্যায়ে ২২টি এস এস স্টিলের খাট তৈরি করে।
শুক্রবার (১ অক্টোবর) সকালে নকলা পৌরসভা কার্যালয় থেকে পৌর এলাকার ২২টি মসজিদের সভাপতি ও ইমামদের নিকট এসব খাট আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন। এসময় পৌর কাউন্সিলর বৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।