শেরপুরের নকলায় ব্যপক কর্মসূচির মাধ্যমে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জাতীয় শ্রমিক লীগ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে এক বিশাল র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালীতে উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকার, নকলা থানা ওসি কাজী শাহনেওয়াজসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলার মুক্তমঞ্চে শ্রমিকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।