প্রেসরিলিজ : নানা আয়োজনে শেরপুরের নকলায় পালিত হয়েছে বেসরকারী টেলিভিশন মুভি বাংলা টিভির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী। রোববার (৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনন্দ র্যালি ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে থেকে শুরু হয় বর্ণাঢ্য আনন্দ র্যালি। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।
দৈনিক স্বজন পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে মুভি বাংরা টিভি ভূমিকা রাখছে। একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে মুভি বাংলা টিভি সামনের দিনগুলোতে আরো জোরালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। এর আগে মুভি বাংলা টিভি’র নকলা প্রতিনিধি শফিউল আলম লাভলু’র স্বাগত বক্তব্য দেন।
এসময় অন্যান্যদের মাঝে মুভি বাংলা টিভির পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, হাজী জালমামুদ সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মো: আলতাব আলী, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ, সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ: রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, আওয়ামী যুবলীগের আহব্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহব্বায়ক কামরুল হাসান রঞ্জু,
সাংবাদিক মোহাম্মদ হযরত আলী, হারুন অর রশিদ, শাহাজাদা স্বপন, আ: মোত্তালেব সেলিম, শফিউজ্জামান রানা, জিয়াউল হক জুয়েল, আ: রফিক, ছাত্রলীগের সভাপতি জিকরুল হাসান পিকুল, বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী বজলুর রশিদ, ব্লাড ব্যাংব অব নকলার প্রতিষ্ঠাতা রাকিবুল হাসান রাজু, অসহায় সহায়তা সংস্থার সভাপতি শামিম আহম্মেদ, ড্রিম ক্যাবল মিডিয়ার স্বত্বাধীকারি আ: রাজ্জাক আকন্দ, আওয়ামী লীগ নেতা খোকা মিয়া প্রমুখ।