শেরপুরের নকলায় শিক্ষার মান উন্নয়নের লক্ষে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ রোববার উপজেলার জালালপুর পশ্চিম সাতানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মির্জা শাহজাহানের সভাপতিত্বে ঐ মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা তপন পোদ্দার।
এসময় প্রধান শিক্ষক মনিরা পারভীন, সহকারী শিক্ষক সাইদুল ইসলাম মধু, শাহিনা তালুকদার ও জাহানারা বেগম, নকলা অসহায় সহায়তা সংস্থার সভাপতি শামীম আহমেদ ও সাধারন সম্পাদক মাকসুদা বেগমসহ শতাধিক মা/অভিভাবক, এলাকার গন্যমান্য, স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।