শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় মানবাধিকার দিবস উদ্যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” এ প্রতিপাদ্যকে সামনের রেখে মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমানের নের্তৃত্বে র্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষে হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লূৎফর রহমান প্রমুখ। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মকবুল হোসেনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত যুবক ও যুবনারী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।