You dont have javascript enabled! Please download Google Chrome!

নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শেরপুরের নকলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও ব্যাপক কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যদয়ের সাথে সাথে একুশবার তোপধ্বনি ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে হাজী জালমামুদ কলেজ প্রাঙ্গনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতিশ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ৮.৩০ মিনিটে নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন এর উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুলিশ ও আনসার ভিডিপি এবং শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী।

ইউএনও রাজীব কুমার সরকার সংক্ষিপ্ত আলোচনায় বলেন, এবছর ১০ জন প্রশিক্ষিত শিক্ষার্থীদের ধারা জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আগামী ৪ এপ্রিল নকলা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষনা করা হবে।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ আবুল মুনছুর, পৌর মেয়র হাফিজুর রহমান লিটনসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা/কর্মচারী বৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ ও মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবর রহমান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!