সারাদেশ ব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে শেরপুরের নকলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইউএনও জাহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সপ্তাহব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা এবং জনসচেতনা তৈরিতে র্যালী ও মাইকিং এর সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময়, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আনিসুর রহমান, ডা: নাজমুস সাকিব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এটিএম গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক ওমর ফারুক, উপসহকারী প্রকৌশলী রোমমান আরা, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও রেজাউল হক হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।