শেরপুরের নকলায় রাজস্ব বাজেটের আওতায় ১৭ জুলাই সোমবার দুপুরে পাঠাকাটা ইউনিয়নে ভূট্টা চাষের উপর মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে মধ্য পাঠাকাটা এলাকায় স্থানীয় কৃষক মোস্তাফিজুর রহমানের বাড়ির আঙ্গীনায় ওই মাঠদিবস অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা হায়াত উল্লাহ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল ওয়াদুদ এবং বিশেষ অতিথি হিসেবে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ওই মাঠ দিবসে স্থানীয় দুই শতাধিক কৃষক-কৃষাণী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।