যথাযোগ্য মর্যাদায় শেরপুরের নকলায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে বিশ্ব মা দিবসে এক র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীর অগ্রভাগে, সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা তারিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হকসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এলাকার মা’য়েরা অংশগ্রহণ করেন।