২০১৯-২০ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে স্থানীয় মুক্ত মঞ্চ প্রাঙ্গনে এক হাজার ৩০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি উফশী ধান বীজ, ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি (পটাশ) সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মাঝে নকলা উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার রোকসানা নাসরীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।