শেরপুরের নকলা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রনোদনা কর্মসূচী/২০১৬-১৭ অর্থ বছরের আওতায় ৬,৮ ও ৯নং ইউনিয়নের ১শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন মুগের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী মনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কৃষকলীগের সভাপতি আলমগীর আজাদ প্রমুখ।
এসময় কৃষি অফিসার জানান, উপজেলার ৩টি ইউনিয়নের ১শ কৃষককে বিনামূল্যে জনপ্রতি বারী-৬ জাাতের ৫ কেজি মুগ ডালের বীজ, ১০ কেজি করে ডিএপি ও টিএসপি সার দেওয়া হয়।