শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে নবিজুল ইসলাম পঁচা (৫৫) নামের এক মৎস্য শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার গনপদ্দি ইউনিয়নের বিহাড়ীপাড় এলাকায় এ ঘটনা ঘটে। সে নকলা ইউনিয়নের ডাকাতিয়াকান্দা এলাকার মৃত জোনাব আলীর পুত্র।
এ তথ্য নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নবিজুল বিহাড়ীপাড়ের রেজাউল হকের পুকুরে শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার দুপুরে অই পুকুরে মাছ ধরতে যায় সে। পুকুরের উপরে পল্লী বিদ্যুতের ঝুঁলে থাকা তাড়ে বিদুতায়িত হয়ে ঘটনাস্থলের মারা যান তিনি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান জানান, নিহত নবিজুলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মরদেহ প্রেরণ করা হয়েছে।