শেরপুরের নকলায় বাল্যবিবাহ প্রতিরোধ ও মানসম্মত শিক্ষা বিষয়ে জন সচেতনতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলার পাঁচ কাহনীয়া আলীম মাদরাসার প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয় ।
ওই মাদরাসার অধ্যক্ষ মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে নকলা থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ রশিদ, ইউপি চেয়ারম্যান ফয়েজে মিল্লাত, অত্র মাদরার ছাত্র আবু হানিফ বক্তব্য রাখেন।
ইউএনও রাজীব কুমার সরকার বলেন, চলতি বছরের ডিসেম্বর মাসে নকলা উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা হিসেবে প্রধান মন্ত্রীকে উপহার দিব। এই লক্ষ্যকে সামনে রেখে সবাইকে এক সাথে কাজ করতে হবে। সমাজে যার যার অবস্থান থেকে এই ব্যাধীকে দূর করার জন্য এগিয়ে আসতে হবে।
ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, বাল্য বিবাহের পাশাপাশি মাদক, জোয়া ও চুরির বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।