নকলায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত
শাহাজাদা স্বপন : নকলা পৌরসভাধীন মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদরাসার উদ্দ্যেগে মঙ্গলবার দুপুরে মাদরাসা মাঠে বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষা মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদরাসার তত্বাবধায়ক, মাওলানা মুহাম্মদ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, খাঁন আব্দুল হালিম সিদ্দিকী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ।
এছাড়া আলোচনায় অংশ নেন, ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা আব্দুল কাদির, পৌর কাউন্সিলর ইয়াদ আলী, শিক্ষার্থী আব্দুল্লাহ আল-মামুন।
এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধী সমাজ, সাংবাদিক, কাউন্সিলরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাদরাসার শিক্ষক, নূরে আলম সিদ্দিকী উৎপল।