শেরপুরের নকলায় ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের আয়োজনে বাল্যবিবাহ ও মাদক বিরোধী সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার এবং বিশেষ অতিথি হিসেবে নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ বক্তব্য রাখেন। তাছাড়া কলেজ পরিচালনা পরিষদের সদস্য এসএম আরিফুল ইসলাম ও সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
ওই সচেতনতা সভায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফিরোজ মিয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, শিক্ষার্থী; ইমাম, মোয়াজ্জেম, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন। ইউএনও রাজীব কুমার সরকার বলেন, চলতি বছরেই জেলার নকলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। তাই কোন বাল্যবিবাহ বরদাস্ত করা হবেনা। এজন্য উপজেলা প্রশাসন সদা তৎপর রয়েছে। তিনি আরো বলেন, বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসনের মহতী উদ্যোগকে সফল করতে হলে সকলকে সচেতন হতে হবে।
শেরপুর টাইমস/ বা.স