শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার ২০১৯ সালের দাখিল পরীার্থীদের বিদায়ী সংবর্ধনা, দোয়া মাহফিল ও মেধাবী শিার্থীদের মাঝে উদ্দীপণা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার মাদরাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত। অন্যান্যের মাঝে, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক আজহারুল ইসলাম ফিরুজ, পিটিএ কমিটির সভাপতি আব্দুস সাত্তার, সদস্য মেহেদী হাসান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক কিতাব আলী, অত্র মাদরাসার সহকারী মৌলভী মাওলানা রেজাউল করিম, বিদায়ী দাখিল পরীার্থী তাসলিমা আক্তার ও সিদ্দিকুর রহমান, দশম শ্রেণীর শিার্থী জোনাকি আক্তার, অষ্টম শ্রেণীর শিার্থী মারজিয়া আক্তার, সপ্তম শ্রেণীর শিার্থী সজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে উদ্দীপণা পুরষ্কার বিতরণ করা হয়।