শেরপুরের নকলা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাজিব কুমার সরকার বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন কার্যালয়ে “বাঙালীর রক্তে স্বাধীনতা” নামক বইয়ের মোড়ক আনুষ্ঠানিক ভাবে উম্মোচন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রাজিব কুমার সরকার বলেন, যে কোন প্রকাশনার আগে নির্ভূল তথ্য দিয়ে প্রকাশ করতে পারলে তাই হবে নতুন প্রজন্মের শিক্ষণীয় বিষয়।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নকলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ উল আলম, নালিতাবাড়ির সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুর রহমান, নকলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম খান, বাংলাদেশ কৃষি ব্যাংক নকলা শাখার কর্মকর্তা নুরুল ইসলাম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ হযরত আলী, দৈনিক তথ্যধারা প্রতিনিধি শাহজাদা স্বপন, ই-নিউজ ৭১ জেলা প্রতিনিধি জিয়াউল হক, সিএ নুরুল ইসলামপ্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, “বাঙালীর রক্তে স্বাধীনতা” নামক বইয়ের সম্পাদক সাংবাদিক ইউসুফ আলী মন্ডল।