বাংলা নববর্ষ- ১৪২৬ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা করেছে শেরপুরের নকলা উপজেলা প্রশাসন। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি মুলক সভায় আলোচনায় অংশ নেন, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, নকলা থানার ওসি কাজী শাহ নেওয়াজ, প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমুখ।
এ সভায় বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। একই স্থানে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুুষ্ঠিত হয়।