শেরপুরের নকলায় ফাসিঁতে ঝুলে জয়া রানী সূত্রধর (১০) নামে এক কণ্যা শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে । জয়া নকলা উপজেলার বারমাইশা গ্রামের আশিষ সুত্রধরের কণ্যা ।
পুলিশ জানায়, আজ বেলা আনুমানিক ৫টার দিকে ঘরের ধর্ণার সাথে ফাসিতে ঝুলে ওই শিশুটি মারা যায়। পরে পরিবারের লোক জনের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আজ রাত ৮টার দিকে জয়ার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। কেন ওই শিশু ফাসিঁতে ঝালে মারা গেল তার প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে জানা যাবে ।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দীকি শেরপুর টাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে ,তদন্ত শেষে বলা যাবে কেন ওই শিশুটি ফাসিঁতে ঝুলে আত্নহত্যা করলো ।