শেরপুরের নকলা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে রবিবার সকালে উপজেলার ডাকবাংলো চত্তরে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন। অন্যান্যের মাঝে, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, ফরিদা ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা ও ছানোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, অতিরিক্ত কৃষি অফিসার রোকসানা নাসরিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফজলুল হক মনি প্রমুখ উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী মেলায় দেশী বিদেশী ফলদ বনজ ও ওষুধী বৃক্ষের ১১টি স্টল স্থাপন করা হয়েছে। এর আগে এক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।