শেরপুরের নকলা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৭ উপলক্ষে শনিবার সকালে (২৫ ফেব্রুয়ারী) এক বর্ণাঢ্য র্যালী নকলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহামন ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা প.প. কর্মকর্তা ডা: মজিবর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শহিদুল ইসলামসহ সরকারী কর্মকর্তা, কর্মচারী ও উপজেলা বিভিন্ন এলাকার পল্লী পশু চিকিৎক অংশগ্রহণ করেন।
র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।