শেরপুরে নকলা উপজেলায় পৃথক ঘটনায় দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। বুধবার (৭ এপ্রিল) দুপুরে নকলা-নালিতাবাড়ী সড়কের ধনাকুশা নতুন বাজারে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ধনাকুশা গ্রামের আনোয়ার হোসেনের শিশু কন্যা আলেয়া (৭) ঘটনা স্থলেই নিহত হয়। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
অপরদিকে, একই দিন সকাল ১০টার দিকে উপজেলার কবুতরমাড়ি গ্রামের রফিকুল ইসলামের কন্যা মিম (১৩) নামের একজন ৭ম শ্রেণির শিক্ষার্থীর নিজ শয়ন কক্ষের ধণ্নায় উড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলানো লাশ উদ্ধার করেছে নকলা থানা পুলিশ। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, দুটি ঘটনা স্থলই পরিদর্শন করেছি আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।