শেরপুরের নকলা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুশফিকুর রহমানের নেতৃত্বে এসআই রাজীব ভৌমিক, হাসানুজ্জামান এবং এএসআই রতন চৌধুরী ও আল-আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলো, নকলা থানার নিয়মিত মামলায় জহিরুল ইসলাম (৪৫), ইউসুফ আলী (৩৫), গ্রেফতারী পরোয়ানাভুক্ত মামুন মিয়া, মো. আমিরুল ইসলাম, মো. শাহ আলম, রিপন মিয়া, রহিম উদ্দিন, রুবেল মিয়া, আ: জলিল, ফেরদৌসী বেগম, রেবেকা সুলতানা।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান, গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মামলায় ২জন ও গ্রেফতারীপরোয়ানা ভুক্ত ৯জনসহ মোট ১১জনকে গ্রেফতার করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।