শেরপুরের নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জুয়াড়ীকেসহ অন্যান্য মামলায় আরো তিনজনকে গ্রেফতার করেছে। শনিবার(৮মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলেন, উপজেলার বানেশ্বর্দী খন্দকারপাড়ার মৃত. আলকাছ আলী ছেলে কমল মিয়া (৪০), মৃত. ইন্তাজ আলীর পুত্র সাইফুল ইসলাম (৪৫), মৃত. আ: ছালামের পুত্র আবেদ আলী (৪০), আ: মতিনের পুত্র আরজু মিয়া (৪৮), জিন্নত আলীর পুত্র ফজরুল (৩২), আকাব্বর আলীর পুত্র রফিজ (৪২) ও দড়িতেঘড়ি এলাকার নূরল হকের পুত্র রেজাউল (৩৮), মৃত. সুরুজ্জামানের পুত্র আলাউদ্দিন (৩৫), মতি মিয়ার পুত্র আনারুল (৩০)।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, নকলা থানা পুলিশ শনিবার রাতে রাত্রীকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের জুয়া খেলার সরঞ্জামাদীসহ ৯জন ও অন্যান্য মামলায় আরো ৩জনকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার (৯মে) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।