You dont have javascript enabled! Please download Google Chrome!

নকলায় নবাগত ওসি’র সাংবাদিকদের সাথে মতবিনিময়

শেরপুরের নকলা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার রাতে ওসি’র অফিস কক্ষে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন, উপ-পরিদর্শক (এসআই) উমর ফারুক উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক ও পুলিশ প্রশাসনের কর্মকতাগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নকলা থানায় ওসি হিসেবে যোগদানের আগে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে এবং তারও আগে তিনি জামালপুর সদর থানা ও মাদারগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জে এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ২০০৫ সালে এসআই হিসেবে নিয়োগ পান এবং প্রশিক্ষণ শেষে ২০০৬ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশে উপ-পরিদর্শক (এসআই) হিসিবে কাজে যোগদান করেছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!